প্রকাশিত হলো কিশোর বাংলা’র আগস্ট, ২০২১ সংখ্যা

কিশোর বাংলা প্রতিবেদনঃ বর্তমান করোনাকালীন সময়ে চলমান লকডাউনের মধ্যেই অনলাইনে প্রকাশিত হয়েছে কিশোর বাংলা’র আগস্ট, ২০২১ সংখ্যা। কিশোর বাংলা’র ওয়েবসাইট www.kishorebangla.com থেকে সংখ্যাটি ডাউনলোড করে পড়তে পারবে সবাই।

কিশোর বাংলা’র সম্পাদক মীর মোশাররেফ হোসেন বলেন, “কোভিড-১৯ সংক্রমণের এই ভয়াবহ সময়ে আমাদের দেশের শিশু-কিশোরেরা দীর্ঘদিন ধরেই ঘরবন্দী। বইয়ের দোকানগুলো তাদের পদচারণার অপেক্ষায় প্রহর গুনছে। কিন্তু সময়ের কাছে আমরা সবাই পরাধীন। তাই, বাংলাদেশের শিশুকিশোরদের জন্য ঘরে বসেই তাদের প্রিয় কিশোর বাংলা পড়ার সুযোগ করে দিতেই আমাদের এই প্রয়াস। আশা করি আমাদের এই সংখ্যাটি তাদের এই বাধ্যতামূলক অবসরটাকে রঙিন করে তুলবে। সাথে সাথে তাদের মনোজাগতিক বিকাশেও এই সংখ্যাটি ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের লম্বা সময়ের এই বন্দীদশা এবং শোকাবহ আগস্ট-ই এই সংখ্যার প্রতিপাদ্য। তিনি বলেন, “আগস্ট মাস এলেই আমাদের সবার মনটা ভারাক্রান্ত হয়ে উঠে। ১৯৭৫ সালে এমাসেরই ১৫ তারিখে আমরা সপরিবারে হারিয়েছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেদিন বঙ্গবন্ধুর পরিবারের প্রায় সকল সদস্যদের সাথে প্রাণ হারিয়েছিল সদ্যই কৈশোরে পা দেয়া বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল। ঘাতকের নির্মম বুলেট তার স্বপ্নিল চোখ দুটোকে অন্ধকারে ঢেকে দিয়েছিল। আজও আমরা সেই শোক কাতিয়ে উঠতে পারিনি, কখনও পারবও না।”

তিনি বাংলাদেশের শিশুকিশোরদের বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জানার চেষ্টা করার আহবান জানান। কারণ, তাঁর মতে দেশপ্রেমিক ও সুনাগরিক হয়ে উঠতে এর কোন বিকল্প নেই।

তিনি শিশুকিশোর ও তাদের পরিবারের সদস্যদের বর্তমানে করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতাগুলো অবলম্বন করার পাশাপাশি ডেঙ্গু ভাইরাসের ব্যপারেও সতর্ক থাকার পরামর্শ দেন।

কিশোর বাংলা বিভিন্ন সময়ে লকডাউনের ভেতর বাংলাদেশের শিশুকিশোরদের জন্য তাদের সংখ্যাগুলো নিয়মিতভাবে অনলাইনে প্রকাশ করে আসছে। অসংখ্য শিশুকিশোর, তাদের অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও কবি-সাহিত্যিক-লেখকেরা কিশোর বাংলা’র এই উদ্যোগের প্রশংসা করেছেন।

এই সংখ্যাটির মুদ্রিত কপিও কিছুদিনের মধ্যে www.rokomari.com থেকে অথবা কিশোর বাংলা অফিস থেকে সংগ্রহ করা যাবে। আর যারা বাৎসরিক গ্রাহক হয়েছে তাদের ঠিকানায় পৌঁছে যাবে।