পৌঁছে গেল কিশোর বাংলা’র কুইজ বিজয়ীদের পুরষ্কার
কিশোর বাংলা প্রতিবেদনঃ করোনা ভাইরাসের সংক্রমণে স্থবির হয়ে থাকা সবকিছুর সাথে সাথে থেমে ছিল কিশোর বাংলা’র কুইজ বিজয়ীদের পুরষ্কার বিতরণও। সম্প্রতি কিশোর বাংলা’র সকল কুইজ বিজয়ীরা হাতে পেয়েছে তাদের পুরষ্কারগুলো। সাথে পেয়েছে মনোহর একটি সার্টিফিকেটও।
পুরষ্কার ও সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছসিত হয়ে অনেকেই ফোন করেছেন কিশোর বাংলা অফিসে, অনেকে আবার ছবি পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
কিশোর বাংলা’র সম্পাদক মীর মোশাররেফ হোসেন বলেন, “আমাদের পরিকল্পনা ছিল মার্চে একটি অনুষ্ঠান করে পুরষ্কারগুলো কুইজ বিজয়ীদের হাতে তুলে দেবার। বেশ কয়েক মাস আমরা পুরষ্কারগুলো তাই পাঠাইনি কিশোর বাংলার পাঠক শিশু কিশোর বন্ধুদের সাথে সরাসরি দেখা হওয়ার অভিপ্রায় নিয়ে। কিন্তু এই করোনা মহামারির প্রকোপে সেটা সম্ভব হচ্ছে না। এইজন্যই আমরা ৯ মাসের কুইজ বিজয়ীদের পুরষ্কার ও সার্টিফিকেটগুলো একসাথে পাঠিয়ে দিলাম।”
উল্লেখ্য যে, জুন, ২০১৯ থেকে ফেব্রুয়ারি, ২০২০ সংখ্যার কুইজ বিজয়ীদের পুরষ্কারগুলো পাঠানো হয়েছে। মার্চ, ২০২০ সংখ্যায় কুইজ থাকলেও করোনা ভাইরাসের কারণে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় সে সংখ্যার কুইজের উত্তর পাঠকেরা পাঠাতে পারেনি। তাই তার বিজয়ী ঘোষণা করা হয়নি। এরপর এখনও পর্যন্ত কুইজ বিভাগটি ছাপা হচ্ছে না।
এ ব্যপারে কিশোর বাংলা’র নির্বাহী সম্পাদক কৌশিক আহমেদ বলেন, “করোনা ভাইরাসের প্রকোপে শিশু কিশোরদের জন্য কুইজের উত্তর পাঠানো এখনও একটু কষ্টকর। তাদের স্কুল কলেজও বন্ধ। তাই খুব একটা বাইরেও যাচ্ছে না। সেজন্য তাদের অংশগ্রহণটা এখনও স্বাভাবিক হয়ে উঠেনি। এই পরিস্থিতির আরও একটু উন্নতি হলেই আমরা আবারও কুইজ ছাপাবো।”
কুইজ বিজয়ীদের পাশাপাশি কিশোর বাংলা’র পাঠক শিশুকিশোরেরা, অভিভাবকগণ এবং শিশুকিশোর সাহিত্য সংশ্লিষ্ট সকলেই করোনাকালীন এই সময়ে কিশোর বাংলা’র এই কুইজের পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।