পোলিও দূরীকরণ সম্পর্কে সচেতন থাকা উচিত
কিশোর বাংলা প্রতিবেদন: পোলিও নামক ভয়ঙ্কর রোগটি একসময়ে মহামারী আকার লাভ করেছিল, বিশ্বব্যাপী অনেক শিশু হয়েছিল প্যারালাইসিসের শিকার। গরীব দেশগুলোতে এর প্রাদুর্ভাব ছিল সবচেয়ে বেশি। বিশ্বব্যাপী পোলিও দূরীকরণ প্রকল্পের অন্যতম অংশীদার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ( WHO ) যারা পোলিও প্রতিরোধে কাজ করছে এবং এই রোগ ৯৯ শতাংশ নির্মূল করতে সক্ষম হয়েছে। এখনো অত্যন্ত গরীব ও যেসব দেশে শিশুরা পুষ্টিহীনতায় ভোগে সেসব দেশে শুশুদের পোলিওতে আক্রান্ত হতে দেখা যায়।
-
বেশিরভাগ রোগ সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব নয়। পোলিও অল্প কিছু রোগের মধ্যে একটি যেটি পৃথিবী থেকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব। কারণ পোলিও এর জীবাণু মানুষের শরীরের বাইরে বেশীক্ষণ বাঁচতে পারে না।
-
বিশ্বব্যাপী এখন পর্যন্ত পোলিও প্রায় ৯৯ শতাংশ দূর করা সম্ভব হয়েছে।
-
আফগানিস্থান, পাকিস্থান ও নাইজেরিয়া শুধুমাত্র এই তিনটি দেশের স্বাস্থ্যনীতি, স্যানিটেশন ব্যবস্থা দূর্বল হওয়ার কারণে এখনও এখানে শিশুরা উল্লেখযোগ্য হারে পোলিও রোগে আক্রান্ত হয়।
-
পোলিও দূর করার জন্য যে ভ্যাকসিন ব্যবহার করা হয় তা কমমূল্যের ও সহজলভ্য। আর বাংলাদেশের সকল জায়গায় এই ভ্যাক্সিন বিনামূল্যে সকল শিশুকে দেয়া হয়।
-
পোলিও দূরীকরণের এই প্রকল্প বিশ্বের সর্ববৃহৎ সরকারী-বেসরকারী দ্বৈত সহায়তায় পরিচালিত স্বাস্থ্য প্রকল্প।
-
পোলিও দূরীকরণের জন্য প্রত্যেকটি শিশুর ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে হবে।
-
পোলিও দূরীকরণ প্রকল্পের জন্য ব্যবহৃত ত জনবল, অর্থ বর্তমানে শিশুদের অন্যান্য স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নের কাজেও ব্যবহৃত হয় যা বিশ্বব্যাপী প্রায় দেড় মিলিয়ন শিশুকে মৃত্যুর থেকে বাঁচিয়েছে।