পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যালয়
কিশোর বাংলা প্রতিবেদন: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লাখনৌ শহরের অন্যতম ও বড় একটি বিদ্যালয়- নাম সিটি মন্টেসরি স্কুল সংক্ষেপে সিএমএস।
১৯৫৯ সালে জগদীশ গান্ধী ও তার স্ত্রী ভারতী মিলে এই স্কুল প্রতিষ্ঠা করেন। এখানে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা ৫৫ হাজার। এত বেশি সংখ্যক ছাত্রছাত্রীর পড়াশোনার জন্য রয়েছে মোট ১১শ কক্ষ।
অনেক দিন ধরেই গান্ধী দম্পতির স্বপ্ন ছিল একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করার। কিন্তু তাদের সামর্থ্য তেমন ছিল না। মাত্র ৩০০ টাকা ধার করে এই স্কুল শুরু করেন তারা। প্রথমে এর শিক্ষার্থী ছিল মাত্র পাঁচজন।
স্কুলের বেশ কয়েকটি ক্যাম্পাস রয়েছে। তবে সেরা ক্যাম্পাসটি লাখনৌর গোমতী নগরে। ইংরেজি মাধ্যম এই স্কুলটি সর্বভারতীয় পরীক্ষায় ভালো ফল করে আসছে কয়েক বছর ধরে।
এটি আইএসসিই বোর্ডের আওতায়। বেসরকারি বিদ্যালয়টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ছাত্র বিনিময় কর্মসূচিতেও রয়েছে এগিয়ে।
শিক্ষার্থীর প্রবেশের প্রাথমিক বয়স ৩ থেকে ১৭ বছর পর্যন্ত । শিশুশ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় । প্রতিটি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা আনুপাতিক হারে বেশি হলেও সব শিক্ষক সুন্দরভাবে শ্রেণী নিয়ন্ত্রণ করে যাচ্ছেন।
শ্রেণীর পাঠে প্রতি শিক্ষকের সঙ্গে গড়ে ৪৭ জন শিক্ষার্থী রয়েছে। তবে শিক্ষার্থীরা কখন সবাই একসঙ্গে প্রার্থনা সভায় অংশ নিতে পারে না। কারণ তাদের একসঙ্গে স্থান দেয়ার মতো জায়গা নেই ।