পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব
কিশোর বাংলা প্রতিবেদন: পলাশচাঁদপুর, কুষ্টিয়া ও ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব ও কুইজ প্রতিযোগিতা। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সকালে উদ্বোধন করা হয় দিনভর এসব আয়োজনের।
চাঁদপুরে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মইনুল হাসান। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর অনুষ্ঠান ব্যবস্থাপক কবির বকুল। শুভেচ্ছা বক্তব্য দেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, পুষ্টির সেলস ম্যানেজার সমর ঘোষ, বিতার্কিক ফরিদ আহমেদ প্রমুখ।
জেলার ১০টি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি গ্রুপে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ চক্রবর্তী, বিতর্ক অনুষ্ঠানের প্রধান বিচারক পীযূষ কান্তি বড়ুয়া প্রমুখ। বিতর্কে চ্যাম্পিয়ন হয় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও রানার্সআপ হয় বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ। বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ক্রেস্ট, সনদ ও মেডেল দেওয়া হয়।