কিশোরবাংলাপ্রতিবেদন: বেল্লাল আকন জন্মগত শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই তার দুটি হাত নেই। পা দুটিতেও রয়েছে জন্মগত ত্রুটি। হাত না থাকলেও মনের জোরের কমতি ছিল না বেল্লালের। তাই এবারের দাখিল পরীক্ষায় অংশ নিয়ে খাতায় উত্তর লিখেছে পা দিয়ে। পাসও করেছে বি-গ্রেডে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায় সে।
বেল্লাল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের খলিল আকন ও হোসনে আরা বেগমের ছেলে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর দাখিল মাদ্রাসার ছাত্র।
এবারের দাখিল পরীক্ষায় বেল্লাল বি-গ্রেডে (৩. ৮৫) পাস করেছে বলে জানিয়েছেন তার স্বজনরা। তবে এ ফলাফলে উচ্ছ্বসিত নয় বেল্লাল।
তার বাবা খলিল আকন বিভিন্ন স্থানে দিন মজুরের কাজ করে অতিকষ্টে সংসার চালান। কিন্তু ছোট থেকেই পড়াশুনার প্রতি আগ্রহ ছিল বেল্লালের। শারীরিক প্রতিবন্ধী হলেও মনের জোর ছিলো অসীম। একমাত্র ভরসা পা দিয়ে চলাচলের পাশাপাশি লেখার কাজটিও করেছে সে। শারীরিক প্রতিবন্ধী হয়েও মায়ের অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছে সে। বিদ্যালয় থেকে শুরু করে গোটা এলাকাজুড়ে মেধাবী ও উদ্যোমী বেল্লালের পায়ের জাদুর গল্প এখন সবাই জানে।