এ সমস্ত উপাদানের প্রভাবেই তিন শিশু অসুস্থ হয়েছে বলে মনে করা হচ্ছে। চিকিসকরা শিশুদের রক্তে সিসাও পেয়েছেন।
সরকার বলছে,এ পণ্যগুলো অস্ট্রেলিয়ায় বৈধভাবে আমদানি করা হলেও প্যাকেটে মিথ্যাচার করা হয়। প্যাকেটে পণ্যটি সিসামুক্ত বলে উল্লেখ করা থাকলেও একথা আসলে সত্য নয়।
নিয়মবিধি তদারককারী রাজ্যমন্ত্রী ম্যাট কিন বলেন, তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, হাশমি ব্র্যান্ডের সুরমা ব্যবহারের কারণেই শিশুরা অসুস্থ হয়েছে।
অন্যান্য দেশগুলো এর আগে হাশমি ব্রান্ডের সুরমা নিয়ে জনস্বাস্থ্য সতর্কতা জারি করেছিল। যুক্তরাষ্ট্রে এ পণ্য বিক্রি নিষিদ্ধ।