পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে ঢোকা বাধ্যতামূলক

কিশোর বাংলা প্রতিবেদন: মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন ফাঁস ঠেকাতে পাবলিক পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকা বাধ্যতামূলক করেছে সরকার।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা থেকে এই নিয়ম কার্যকর হবে।

জেএসসি-জেডিসির পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষার হলে প্রবেশ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।

এই সময়ের পর কোনো পরীক্ষার্থী এলে তাকে আর হলে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

তবে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা স্ট্রংলি বলছি, আধ ঘণ্টা আগে পৌঁছাতে হবে। না হলে ঢুকতে দেওয়া হবে না- এটা যদি বলে ফেলি তবে আমরা আর ফিরতে পারব না। যেহেতু প্রথমবার, যদি ছয় মাস আগে যদি বলতে পারতাম। তাই আমরা বলছি (এবারের জেএসসি-জেডিসিতে) ঢুকতে দেওয়া হবে কি না, সেটা বিবেচনা করা হবে।

“কী ব্যবস্থা নেওয়া হবে, পরে বোঝা যাবে। আগামী বছর থেকে আমরা ছয় মাস বা তিন মাস আগে থেকে প্রচার শুরু করব। আধ ঘণ্টা আগে না ঢুকলে ঢুকতে পারবে না।”

আগামী বছরের ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার সময় থেকে নিয়মটি কড়াভাবে অনুসরণ করা হবে বলে জানান মন্ত্রী।

সচিব সোহরাব জানান, জেএসসি-জেডিসির পর যেসব পাবলিক পরীক্ষা হবে ওইসব পরীক্ষা সূচির সঙ্গেই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্র প্রবেশের বিষয়টি বাধ্যতামূলক করে তা উল্লেখ করা হবে।

জেএসসি ও জেডিসি পরীক্ষা উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় পরীক্ষাকেন্দ্র শিক্ষার্থীদের ঢোকা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম জানান, প্রশ্ন ফাঁসের ঘটনায় গত এক বছরে নয়টি মামলায় শিক্ষার্থী, অভিভাবক ও প্রশ্ন ফাঁসকারী চক্রের ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এরমধ্যে এইচএসসিতে ১৮ জন, এসএসসিতে ৩৫ জন এবং অন্যরা মেডিকেলের ভর্তি পরীক্ষার সময় গ্রেপ্তর হন। এসব মামলার কোনোটিরই অভিযোগপত্র হয়নি। পুলিশ কর্মকর্তা নাজমুল বলেন, ‘শিগগিরই’ অভিযোগপত্র দেওয়া হবে।

পরীক্ষার কেন্দ্র সচিবরা ক্যামেরাবিহীন মোবাইল ফোন ব্যবহারের নির্দেশনাটি যথাযথভাবে মানছেন না বলে অভিযোগ করেন নাজমুল। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করার পরামর্শ এই পুলিশ কর্মকর্তার কাছ থেকেই আসে।