পরীক্ষা দিচ্ছে ১২ অন্ধ কিশোর
কিশোর বাংলা প্রতিবেদন: প্রতিবারের মতো এবারও পাবনার আলোকিত মানুষ গড়ার কারখানা মানবকল্যাণ ট্রাস্টের আশ্রয়ে থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১২ অন্ধ কিশোর। অন্ধ-বিকলাঙ্গসহ শারীরিক নানা প্রতিবন্ধিতার শিকার অসহায় মানুষের আশ্রয়স্থল পাবনা মানবকল্যাণ ট্রাস্ট। অন্ধকার থেকে শিক্ষার আলোয় আলোকিত জীবনের সন্ধানে এখানে বসবাস করছে অনেক প্রতিবন্ধী।
শ্রুতি লেখকের সহায়তায় পাবনা সেন্ট্রাল গার্লস স্কুল কেন্দ্র থেকে ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে বৃহস্পতিবার সফলভাবে পরীক্ষা শেষ করবে তারা।
তারা হলো- কুমিল্লার বাপ্পি চন্দ্র দে, রাজশাহীর মো. রুবেল ইসলাম, পাবনার সাঁথিয়া উপজেলার মো. আব্দুল্লাহ মিয়া, মো. আব্দুস সবুর, নাটোরের আমিরুল ইসলাম, পাবনার সুজানগর উপজেলার লোকমান হোসেন, পাবনার দোগাছি ইউনিয়নের মো. আলামিন, কুমিল্লার রাসেল আহম্মেদ, নওগাঁর মাসুদ রানা, মো. কাওসার ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের শাহীন আলম ও জয়পুরহাটের মোশাররফ হোসেন।
শুধু এই ১২ অন্ধ কিশোরই নয়; নানাভাবে শারীরিক প্রতিবন্ধিতার শিকার এবং পথশিশুসহ ১৮৫ জন অসহায় এই প্রতিষ্ঠানে লালিতপালিত হচ্ছে।