পরীক্ষায় ফিরতে ২ দাবি মানার শর্ত ভিকারুননিসার শিক্ষার্থীদের
কিশোর বাংলা প্রতিবেদন: নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহননের পর ক্লাস–পরীক্ষা বন্ধ রেখে ছয় দফা দাবিতে আন্দোলনে নামা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তৃতীয় দিনের মত বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
তবে ছয় দাবির দুটি– গভর্নিং বডির পদত্যাগ এবং অরিত্রীর মা–বাবার সঙ্গে দুর্ব্যবহারের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ্যে ক্ষমা চাইলে তারা পরীক্ষায় বসবে বলে জানিয়েছে।
গত সোমবার অরিত্রীর আত্মহত্যার পরদিন থেকে রাজধানীর বেইলি রোডের নামি এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে কিছু অভিভাবকও রয়েছেন।
অরিত্রীর মৃত্যুর পর শিক্ষা মন্ত্রণালয় দ্রুত তৎপর হয়ে উঠলে তদন্ত কমিটি গঠন, স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্ত, সব শাখার ক্লাস–পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।