পথ শিশুরা এখন থেকে ‘পথের হাসি’

কিশোর বাংলা প্রতিবেদন: ব্যাতিক্রমী ভাবে, ভিন্ন আঙ্ঘিকে পথ শিশুদের জীবন মান উন্নয়ন ও ভাল পথের সন্ধান দিতে রাজধানীতে একটি সেবামূলক সংগঠন তাদের যাত্রা শুরু করেছে। ‌’পথের হাসি’ নামের এ সংগঠনটি এর আগে বগুড়ায় পথ শিশুদের নিয়ে কাজ করেছে। যা এখনও অব্যাহত আছে।
‘হাসিই শক্তি’এ স্লোগানকে সামনে রেখে এক ঝাক শিক্ষিত তরুণ ও নাট্যকর্মী ‘পথের হাসি’ সংগঠনটি প্রতিষ্ঠা করেছে । যাদের প্র্রত্যেকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যারা আবার থিয়েটার ও নাটক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাজ করছে।
মূলত: থিয়েটার পূণ্যভূমির সদস্যদের মধ্যে একটি টিম এ সংগঠনটি চালু করেছে। নিজেদের বেকারত্ব দুর করতে এবং একই সঙ্গে পথের অভাবি শিশু-কিশোরদের নাটক, গান, নৃত্য, খেলাধুলা মোট কথা দেশীয় সংস্কৃতির আলোকে আনন্দ দিয়ে ভাল পথের সন্ধান দেয়াই তাদের লক্ষ্য।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা জুলফিকার হুসাইন সোহাগ ও সোহাগ আশরাফী বলেন, আমাদের সংগঠনের নাম রাখা হয়েছে ‘পথের হাসি’। কারণ আমরা পথ শিশুদের মুখে হাসি ফুটাতে চাই। তাদের আর পথ শিশু নয়, পথের হাসি নামে ডাকেতে চাই। কারণ হাসি এমন একটি শক্তি যা দিয়ে বিশ্ব জয় করা যায়।
একটি হাসি একটি মহা যুদ্ধও বন্ধ করতে পারে। পথের হাসির শিশুরা জন্মের পর থেকে কষ্ট, দু:খ, বেদনা ও বাধার মধ্যে জীবন কাটায়। উচিত ছিল সরকারের পক্ষ থেকে তাদরে জন্য সত্যিকা ভাবে কিছু করা। যেহেতু তা অকল্পনীয় একটি বিষয় তাই আমরা শিক্ষিত তরুণরাই এ জন্য এগিয়ে আসতে হবে। সরকারকে সচেন করতে এবং সরকারকে সাহায্য করতে আমরা কাজ করছি।