পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন করল লাইফ এইড বাংলাদেশ

কিশোর বাংলা প্রতিবেদন: পথশিশু ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করল স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ এইড বাংলাদেশ। রাজধানীর বিজয়স্মরনী, চন্দ্রিমা উদ্যান, খামার বাড়ী , ইন্দিরা পার্ক, এয়ারপোর্ট রোডের আশেপাশের এলাকায় বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লাইফ এইড বাংলাদেশ এর প্রধান পৃষ্ঠপোষক লায়ন হারুন-অর-রশিদ হিরো, উপদেষ্ঠা এস.এম ওবায়দুল হক নাসির, সম্মানিত সদস্য মোঃলিটন।
স্থায়ী কমিটির সদস্য ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ২০১৮ইং এর প্রধান সমন্বয়ক মুহাম্মদ নেছার উদ্দীন, স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক আমজাদ হেসেন।
আরও উপস্থিত ছিলেন লাইফ এইড বাংলাদেশ স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা জেলার শাখার সভাপতি ইয়াছিন আরাফাত ভূইয়া, সহ- সভাপতি মর্তুজা মিশু,আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফিরোজ আলম, কোষাধ্যক্ষ জিয়াউল হক আশিক, যুগ্ন সাধারণ সম্পাদক ওসমান গনি, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, ত্রান ও শীতবস্ত্র বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন শরীফসহ। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জাফর আহাম্মেদ ভূঁইয়া, সৈয়দ রোকন উদ্দিন, শওকত হোসেন জনি, কাজল চন্দ্র রায়, তুহিন অর্ক প্রমূখ।
শীতবস্ত্ররাত ১১টায় শুরু হয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বেলা ১টায় এ বিতরন কার্যক্রম শেষ হয়। লাইফ এইড বাংলাদেশ এর ঢাকা জেলার সভাপতি এ সময় সকল সদস্যদের ধন্যবাদ জানান।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ২০১৮ এর প্রধান সমন্বয়কও বিশেষ ধন্যবাদ জানান তাদের, যাদের আর্থিক সহযোগীতায় ত্রান বিতরণ কর্মসূচি সফল হয়েছে।
স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সমন্বয়ক মোঃ নজরুল ইসলাম  ‘কিশোর বাংলা’-কে জানান, তাদের এই সংগঠন ‘সমাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিছু উদ্যমী তরুনের সংগঠন। একঝাঁক মেধাবী ছাত্র একত্রিত হয়ে ৩ সেপ্টেম্বর ২০১৬-তে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.-তে লাইফ এইডের সূচনা হয়।’
নজরুল ইসলাম আরও বলেন, ‘মানব সেবার ব্রত নিয়ে লাইফ এইড প্রথম রক্তদানের মাধ্যমে তাদের যাত্রা শুরু করে । শুরুটা বেশ পরিকল্পিত হওয়ায় অল্প সময়ের মধ্যেই লাইফ এইড ব্যাপক পরিচিতি লাভ করে।ভবিষ্যতেও তাদের এই ধরনের কর্যক্রম অব্যহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।’
লাইফ এইড সাধারনতো দুস্থ রোগীকে ঔষধপত্র ও আর্থিক সহায়তা প্রদান, গরিব রোগীদের জন্য রক্ত সংগ্রহ করা, গরিব, দুঃস্থ ও পথশিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণসহ বিভিন্ন সোবমুলক কার্যক্রম পরিচালনা করে থাকে। লাইফ এইড-এর সকল সদস্য মানবসেবায় নিজেদের নিঃস্বার্থভাবে বিলিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত।