কিশোরবাংলাপ্রতিবেদন: ‘গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ’ শ্লোগানে নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস। এইসাথে শুরু হয়েছে শিশু অধিকার সপ্তাহ।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। জেলা শিশু বিষযক কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গণি, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রাবেয়া আলিম, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান, সদস্য জান্নাতুল নাঈম প্রমুখ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, বিশ্ব শিশু দিবস পালনের পাশাপাশি শুরু হয়েছে শিশু অধিকার সপ্তাহ। এ উপলক্ষে ১৩ অক্টোবর পর্যন্ত ‘আমার কথা শোন’ শিরোনামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে শোভাযাত্রা, মানববন্ধন, সমাবেশ, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী শিশুদের সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে।