কিশোরবাংলাপ্রতিবেদন: তীব্র সমালোচনার পর অভিবাসী শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার আইন প্রয়োগের সিদ্ধান্ত থেকে সরে আসছে হোয়াইট হাউস। অভিবাসী পরিবারগুলোকে একসাথে রাখার ব্যাপারে কথা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসী পরিবারগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়ার নীতি বদলানোর চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস।
স্থানীয় সময় বুধবার এ বিষয়ে একটি বিল পাস করতেও নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, শিগগিরই এমন কিছুতে স্বাক্ষর করতে যাচ্ছি যা অভিবাসী পরিবারকে বিচ্ছিন্ন হওয়ার হাত থেকে বাঁচাবে। ট্রাম্প বলেন, ‘আমরা পরিবারগুলোকে একসাথে রাখতে যাচ্ছি।’
রিপাবলিকানরা এখন অভিবাসন নীতি নিয়ে হৈ চৈ সামাল দিতে তড়িঘড়ি একটি খসড়া বিল আনার চেষ্টা চালাচ্ছে। হোয়াইট হাউজের মুখপাত্র জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদেরকে বলেছেন, তিনি তাদের পাস করা যে কোনো অভিবাসন বিলে সমর্থন দেবেন। যদিও প্রেসিডেন্ট বলছেন, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ করাটা জরুরি।
হোয়াইট হাউজের মুখপাত্র রাজ শাহ বলেছেন, ট্রাম্প রিপাবলিকানদেরকে বলেছেন, তিনি তাদের অভিবাসন আইন অনুমোদন করবেন। রিপাবলিকান প্রতিনিধি টম কোল বলেন, ট্রাম্প বৈঠকে এতদিনের সুর পাল্টিয়ে এটি পরিস্কার করেই বলেছেন যে, শিশুদেরকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলাটা অবশ্যই কোনো ভালো ব্যাপার না। এটি খারাপই দেখায়।
তবে এই সিদ্ধান্তে আসতে বেশ কষ্টই হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। তিনি যে চাপে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁর এই বক্তব্যে সেটা পরিষ্কার—আপনি যদি সত্যি সত্যি মানসিকভাবে দুর্বল হন তবে পুরো দেশ মানুষে ভরে যাবে। আবার আপনি কঠোর হলে আপনাকে হৃদয়হীন হতে হবে। এটা উভয়সঙ্কট।