নির্বাচনি প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন

কিশোর বাংলা প্রতিবেদন: রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি নির্বাচনি প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধ করার দাবি জানিয়েছে শিশুদের জন্য ফাউন্ডেশন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে সংগঠনটির সদস্যরা মানববন্ধন করেন।

মানববন্ধনে শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ বলেন, ‘বিগত বেশ কয়েকটি নির্বাচনি প্রচারণায় ও নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার করার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এ অবস্থায় নির্বাচনি প্রচারণায় শিশুদের ব্যবহার না করার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছে আমরা দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব‌লেন, নির্বাচনের প্রচারণায় শিশুরা জড়িয়ে গেলে পরবর্তী‌ সময়ে তারা মাদক এবং সন্ত্রা‌সের দি‌কে ধা‌বিত হ‌বে। তাই, নির্বাচনি প্রচারণা থে‌কে শিশু‌দের বিরত রাখ‌তে হ‌বে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী সজীব খান, শেখ মেহেদী হাসান নয়ন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ কানন প্রমুখ।