নিরাপত্তার কড়াকড়িতে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি

কিশোর বাংলা প্রতিবেদন: জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার রায়কে ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রাজধানীজুড়ে নিরাপত্তার কড়াকড়ির মধ্যে পরিবহন সঙ্কটের কারণে ভোগান্তিতে পড়েছেন এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার মিরপুরের কয়েকটি পরীক্ষাকেন্দ্রের আসা শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, পরীক্ষাকেন্দ্রে ঠিকসময়ে পৌঁছালেও সড়কে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা করে দ্বিগুণ খরচে তারা কেন্দ্রে পৌঁছান।
বাস না থাকায় কিছু পথ হেঁটে এসেছে কেন্দ্রে। রিকশা চড়ে আসতে অন্যান্য দিনের চেয়ে বেশি টাকা গুনতে হয়েছে।
নিরাপত্তারমতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চার পাঁচজন পরীক্ষার্থী সাড়ে ৯টার পর কেন্দ্রে ঢোকে। তাদের সাথে আসা অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, এদের সবার বাসা সেগুন বাগিচা এলাকায়। মতিঝিল আসার পথে বিএনপি কার্যালয়কে ঘিরে কঠোর নিরাপত্তা পেরিয়ে পৌঁছাতে তাদের দেরি হয়েছে।
এদিকে রায়কে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ থাকলেও কিছু শিক্ষার্থীর চোখ ছিল মোবাইল ফোনে। এ কেন্দ্রের সামনে সকাল ৯টার পর থেকেই পাঁচ-ছয়জন শিক্ষার্থী জটলা করে মোবাইলে প্রশ্ন দেখতে থাকেন।
প্রশ্ন পেয়েছেন কিনা জানতে চাইলে এক শিক্ষার্থী বলেন, “প্রশ্ন পেয়েছি, তবে তা কিছুটা ঝাপসা হওয়ায় দেখতে সমস্যা হচ্ছে।”
প্রশ্ন নিয়ে পরীক্ষা দিচ্ছেন কেন জানতে চাইলে তিনি বলেন, “এখন একটু দেখে নেই, শিওর হওয়ার জন্য। অনেকেই তো প্রশ্ন পায়। আমি না পড়লে আমিই তো পিছিয়ে যাবো।”
এসএসসি পরীক্ষার কেন্দ্রে পৌঁছানো ও সময়মত পরীক্ষা শুরু করা নিয়ে মতিঝিল, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, খিলগাঁও, মগবাজার ও কাকরাইল এলাকায় কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি।