নিজের জন্য
নিজের জন্য
নাবিলা দিয়া
আজ কথোপকথন নিজের সাথে
নিজেকে নিয়ে যত ভাবাবেগ ,
আজ উড়ন্ত মন উড়তে গিয়ে
থমকে দাড়ানোর এক আবেশ।
আমি চারদিকে এক শুন্যতা দেখি
চারপাশ জুড়ে আমি একা ,
বেখেয়ালী মনে রং তুলি হাতে
আমাতে লাল নীল আভা।
এক পশলা বৃষ্টি তরে
ভিন্ন অদ্ভুত চাওয়া ,
হিম শীতালোকে বৃষ্টির খোজে
অন্য ভুবনে যাওয়া।
আমার হাতের ধোঁয়া উঠা কাপে
চায়ের সুবাসে হারানো আমাকে ,
এলোমেলো এক আহ্লাদী বেশে
অবাঞ্চিত রুপে এলাম ফিরে।
ঘোর কাটেনি
সেতো অনেক দেরী
নিজেকে পেয়ে
এই ছোট্ট ছুটি।