নিখোঁজ জেএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

কিশোর বাংলা প্রতিবেদন: সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেএসসি পরীক্ষার্থী সজিব ওরফে বিদ্যুৎ (১৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চয়ড়া বাবুবাজার এলাকায় মাছ মারার জন্য পুতে রাখা কাঠার ডালে আটকে থাকা মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। সজিব উপজেলার শেলাচাপরী গ্রামের আব্দুল হামিদের ছেলে ও নুকালি উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।
মঙ্গলবার বিকেলে উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের ওয়েল ডিপো ঘাটে সে নিখোঁজ হয়। শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া  জানান, মঙ্গলবার বিকেলে নদীতে গোসল করার সময় মাছ ধরার জন্য ঘাটে ভিড়ানো জাহাজের নিচে ডুব দেয়ার পর নিখোঁজ হয় সজীব।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রাথমিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে কোন সন্ধান না পেয়ে রাজশাহী ডুবুরি দলকে তলব করে। পরদিন বুধবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয় ডুবুরিরা। পরে তারা অভিযান সমাপ্ত করে।
আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দুরে চয়ড়া বাবু বাজার এলাকায় কাঠার ডালের সাথে আটকে থাকা সজীবের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।