নাগরিকত্ব পাচ্ছেন সেই থাই কোচ ও তিন কিশোর

কিশোর বাংলা প্রতিবেদন: থাইল্যান্ডের গুহায় দীর্ঘ দু’সপ্তাহ ধরে আটক থাকার পর একটি ফুটবল দলের ১২ কিশোর এবং তাদের কোচকে উদ্ধার করা হয়। এদের মধ্যে তিন কিশোর ও তাদের কোচকে নাগরিকত্ব দিচ্ছে থাইল্যান্ডের সরকার। আগামী ছয় মাসের মধ্যে তাদের নাগরিকত্ব দেয়া হবে বলে জানিয়েছে দেশটি।
কোচ এক্কাপল চ্যান্তাওয়াং ও উদ্ধার হওয়া তিন কিশোরের থাইল্যান্ডের নাগরিকত্ব নেই। আত্মীয়-স্বজন ও বন্ধুদের মতে, কোচ এক্কাপল চ্যান্তাওয়াং একজন দয়ালু ও নম্র স্বভাবের। খেলাধুলাই তার নেশা। তবে থাইল্যান্ডের নাগরিকত্ব পাওয়া তার দীর্ঘ দিনের স্বপ্ন।
গত ২৩ জুন বেড়াতে গিয়ে দেশটির উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের থ্যাম লুয়াং গুহায় আটকা পড়েন উইল্ড বোর ফুটবল দলের ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। দুই সপ্তাহ আটকা থাকার পর তাদের উদ্ধার অভিযান শুরু হয়। তিনদিনের দুঃসাহসিক অভিযানে তাদের ওই গুহা থেকে বের করে আনা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ব্যাংকক বলছে, উদ্ধার হওয়া তিন কিশোর ও কোচ থাইল্যান্ডের নাগরিক নন। তবে সরকার অঙ্গীকার করেছে, তাদের আইনি সহায়তা দেয়া হবে। যদি এক্ষত্রে কোনো জটিলতার সৃষ্টি না হয়, তবে আগামী ছয়মাসের মধ্যেই তারা থাইল্যান্ডের নাগরিকত্ব পাবে।