কিশোরবাংলাপ্রতিবেদন: পহেলা বৈশাখ, বাংলা সনের প্রথম দিন।এই দিনটি বাঙালি জাতি নববর্ষ হিসেবেই পালন করে। এদিনে দেশের সর্বত্র শুধু তরুণ-তরুণীদের মিলনমেলা বসে না, বাদ যান না বৃদ্ধরাও। এখানেই শেষ নয়, বৈশাখী আনন্দে বাবা-মায়ের সঙ্গে মেতে ওঠে শিশুরাও। তারা সব উৎসবেই নির্মল আনন্দ উপভোগ করে।
বৈশাখের প্রথম দিনটিতে শিশুকে নিয়ে কোথাও বেড়াতে গেলে নিরাপত্তা নিশ্চিতে যা করবেন-
কম জনবহুল জায়গায় যান
বাচ্চাকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার আগে সেখানে যাওয়ার পরিবহণ ব্যবস্থা ও পরিবেশ সম্পর্কে ভালোভাবে জেনে নিন। যদি যাতায়াত ব্যবস্থা ভালো না হয় তাহলে বাচ্চা সেখানে না নিয়ে যাওয়াই ভালো। এর পরিবর্তে আশেপাশের কোন ভালো এবং কম জনবহুল জায়গায় যান। এতে উৎসবের আনন্দ ভালোভাবে উপভোগ করতে পারবেন। একইসঙ্গে আপনার বাচ্চাও থাকবে সুরক্ষিত।
চোখের আড়াল করবেন না
পহেলা বৈশাখে নগরীর প্রায় প্রত্যেকটি স্থানেই অনেক ভিড় থাকে। তাই আপনার শিশু যাতে কোনক্রমেই চোখের আড়াল না হয় সেদিকে খেয়াল রাখুন। কেননা এই বৈশাখী ভিড়ে শিশুর হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মনে রাখবেন, একটি দুর্ঘটনাই শিশুটির ও পুরো পরিবারের ভবিষ্যত অন্ধকারে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
ফার্স্ট এইড বক্স
শিশু যাতে আনন্দ করতে গিয়ে কোন ব্যাথা বা আঘাত না পায় সেদিকেও সজাগ দৃষ্টি রাখুন। এজন্য বেড়াতে বের হলে অবশ্যই সঙ্গে ফার্স্ট এইড বক্স, পর্যাপ্ত পানি ও ছাতা রাখুন।
স্বল্প পরিচিতদের সঙ্গে শিশুকে পাঠাবেন না
স্বল্প পরিচিত কোন ব্যক্তি কিংবা শিশু যার সঙ্গ পছন্দ করে না এমন কোন ব্যক্তির সঙ্গে শিশুকে কোথাও বেড়াতে পাঠাবেন না। এতে শিশুর নিরাপত্তা হুমকির মুখ পড়ে। কেবল আপনারা দুজন ছাড়া ছোট সোনামনিকে মামা, চাচা, মামাতো ভাই, খালাতো ভাইদের সঙ্গেও বেড়াতে পাঠাবেন না। এতে আপনার শিশু থাকবে একেবারেই নিরাপদ।