কিশোরবাংলাপ্রতিবেদন: নওগাঁ সীমান্ত পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াত।
এ সময় উপস্থিত ছিলেন- ১৬ বিজিবির অধিনায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লে. কর্ণেল খাদেমুল বাশার, নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকরা।