কিশোরবাংলাপ্রতিবেদন: দেশে ফিরল ভারতে থাকা কিশোর-কিশোরী। ঘটনাটি গল্পের মতো। বছর দেড়েক আগে বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শিয়ালকোল গ্রামের কিশোর বয়সী ছেলে মেয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে কাঁটাতারের বেড়া টপকে ভারতের অনুপ্রবেশ করেছিল। ইচ্ছা ছিল, ভারতের পাকাপাকিভাবে থেকে যাওয়ার।
কিন্তু বিধিবাম! ভিন্ন ধর্মের সম্পক না নামা সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে পালাতে গিয়েও সীমান্তের ওপারে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ধরা পড়ে এই যুগল।
মেয়ের জায়গা হয় মালদা চিলড্রেন হোমে। আর ছেলেটির দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের শুভায়ন হোমে। অপ্রাপ্ত বয়স্ক অনুপ্রবেশকারীদের ভারতীয় আইনে দ্রুতই ফেরত পাঠানো হয়। সে অনুযায়ী তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ করেন দুই দেশের সংশ্লিষ্টরা।
প্রায় ১৩ মাস পর সেই যুগলকে ফেরত পাঠানো হল ভারত-বাংলাদেশের হিলি সীমান্ত দিয়ে।
যদিও ছেলেটির বিরুদ্ধে মেয়ের পরিবারের পক্ষ থেকে দায়ের করা অপহরণের মামলায় সীমান্ত পার হওয়ার পরই গ্রেফতার হতে পারেন নিজের দেশে ফেরা কিশোর অমৃত সূত্রধর।