দৃষ্টি প্রতিবন্ধীদের শিশুদের সঙ্গে চোখে কাপড় বেঁধে খেললেন মাশরাফি-মুশফিক

কিশোর বাংলা প্রতিবেদন: কালো কাপড় দিয়ে মাশরাফি বিন মুর্তজা আর মুশফিকুর রহিমের চোখ বেঁধে দিলেন ক্যাম্প অ্যাবিলিটিজ ইউএসএ-এর প্রতিষ্ঠাতা লরেন লিবারম্যান; বন্ধ চোখেই ব্যাটিং করলেন বাংলাদেশ জাতীয় দলের এই দুই ক্রিকেটার।
দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের অনুপ্রেরণা যোগাতে শনিবার রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এভাবে তাদের সঙ্গে খেললেন মাশরাফি-মুশফিক। তারা মমতা নিয়ে কথা বলেছেন ওই শিশুদের সঙ্গে। আর তাদের পেয়ে শিশুরাও মহাখুশি।
প্রতিবন্ধী শিশুদের বিকাশের সুযোগ করে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মুশফিকুর রহিম বলেন, “একটু সুযোগ পেলে ওরাও আমাদের মতো ভালো কিছু করবে। তাছাড়া দৃষ্টি প্রতিবন্ধকতা মানেই সামাজিক প্রতিবন্ধকতা নয়। আমরা সবাই ওদের প্রতি সহনুভূতিশীল হলে ওরাও অনেক দূর এগিয়ে যাবে।”
যুক্তরাষ্ট্রের ক্যাম্প অ্যাবিলিটি ইউএসএ এবং বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন হিরোজ ফর অল-এর আয়োজনে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের খেলার এ আয়োজন এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হল। এ আয়োজনে অ্যাসিস্ট্যান্ট ফর ব্লাইন্ড (এবিসি) নামের প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাসে পড়া ৩০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে-মেয়ে অংশ নেয়। 
বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।
১৯৯৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘ক্যাম্প অ্যাবিলিটিজ ইউএসএ’ পরিচালনা করছেন লরেন লিবারম্যান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যসহ বিশ্বের প্রায় ১৫টি দেশে এ ধরনের ক্যাম্প পরিচালনা করেছেন তিনি। আর বাংলাদেশে হিরোজ ফর অল যাত্রা শুরু করেছে গত বছর।