কিশোরবাংলাপ্রতিবেদন: দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর চাকরি দেয়ার ঘোষণা দিলেন জনহিতৈষী ব্যবসায়ী পরিচালক ও চিত্রনায়ক অনন্ত জলিল। গত ২৩ এপ্রিল নিজের ফেইসবুক পেইজে এ ঘোষণা দেন অভিনেতা।
এফডিসিতে অনুষ্ঠিত হয় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘যুক্তির আলোয় দেখি’। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনন্ত জলিল।
প্রথম দিনের বিতর্কে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী বিতার্কিকেরা। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা ও বুদ্ধিমত্তায় অভিভূত অনন্ত জলিল। নিজের ফেইসবুক পেইজে সে কথা উল্লেখ করে অনন্ত জলিল বলেন, “দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বির্তক প্রতিযোগিতায় যু্ক্তি-তর্ক, কথার ভঙ্গি দেখে, তাদের জ্ঞানের পরিধি দেখে অভিভূত হয়েছি।
আমি অবাক হয়েছি তারা আমাদের মত সুযোগ-সুবিধা না পেয়েও আল্লাহর রহমতে এত সুন্দর পারর্ফম করেছে। আমাদের মতো স্বাভাবিক মানুষের সাথে প্রতিযোগিতা করার সার্মথ্য রয়েছে তাদের।
এই দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের তাদের যোগ্যতা অনুসারে আমার কোম্পানীতে চাকরির ব্যবস্থা করবো।”