কিশোরবাংলাপ্রতিবেদন: দুর্নীতিকে না বলার শপথ গ্রহণ করেছে জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল আজিজ শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আব্দুল খালেক ফকির, সাধারণ সম্পাদক অপূর্ব সরকার, সদস্য সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, নির্মল কুমার মন্ডল, সুফিয়া হক, কল্যাণী রানী প্রমূখ।
এছাড়াও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সপ্তাহব্যাপী গৃহীত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, দুর্নীতি বিরোধী ভ্রাম্যমাণ চলচিত্র প্রদর্শন, জুম্মার নামাজে খুতবার সময় দুর্নীতি বিরোধী বক্তব্য প্রদান, শিশুদের দুর্নীতি বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভা।