দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে- ১ম বন্ধু : কাল আমার নতুন জামাটাকে ডিটারজেন্ট দিয়ে ধুয়েছি। সে জন্য ছোট হয়ে গেছে। গায়ে লাগছে না। এখন কী করি বলতো? ২য় বন্ধু : তাহলে এক কাজ কর। আজকে তুই ডিটারজেন্ট দিয়ে গোসল করে ফেল।
কৌতুক সংগ্রাহক :সামিউল হক, কুমিল্লা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা।