দুই বছরের শিশুর ইসলামি জ্ঞানে অবাক বিশ্ব

কিশোর বাংলা প্রতিবেদন: দুই বছরের শিশু ফাতিমা মাসুদ। ঠিক করে কথা ফুটেনি মুখে। কিন্তু ইসলাম ধর্ম প্রসঙ্গে যে প্রশ্নই করা হচ্ছে, অনর্গল উত্তর দিয়ে যাচ্ছে এ খুদে জ্ঞানি।
সব উত্তর ঠিকঠিক দিয়ে যাচ্ছে শিশুটি। প্রশ্নগুলো করছে তার বড় বোন মারইয়াম মাসুদ। ফাতিমার প্রতিটি উত্তরই জানিয়ে দিচ্ছে এ বয়সেই নিজের ধর্মের ব্যাপারে কতকিছু জেনে গেছে সে, যা অনেক বয়স্ক মুসলিমও ভালো করে জানেন না।
সামাজিক মাধ্যমে এ ভিডিওটি এখন বেশ ভাইরাল। ফেসবুকে ইতিমধ্যে ভিডিওটি ৫২ লক্ষ ২৫ হাজার বার দেখে ফেলেছে বিশ্ব।
প্রশংসার কমেন্টে ভাসছে এ দুই বোন। মারইয়াম ও তার ছোট্ট বোন ফাতিমাকে দোয়া ও শুভেচ্ছা বার্তা দিচ্ছেন অনেকে।
মুসলিম জাতি হিসাবে সব বাবা-মায়ের উচিত এভাবে ইসলামিক শিক্ষা দিয়ে বাচ্চাদের গড়ে তোলা মন্তব্য করে এই দুই বোনকে উদাহরণ হিসাবে ভিডিওটি শেয়ার করেছেন অনেকে।