দুঃখ ঘুচিবার কালে

দুঃখ ঘুচিবার কালে
নাবিলা দিয়া
আহা! কোন সুখেতে মত্ত আমি
দুঃখ ভুলিয়া
আপন যে মোর দুঃখ মুছে
হাসির ছলনা ;
আমি থাকি এই পাড়েতে
সকল থেকে দূরে
অহেতুক নামক কর্মে কাঁদি
ভ্রান্ত দুঃখে পুড়ে;
ঐ পাড়েতে সুখ ভাবিয়া
এই পাড়েতে আফসোস
কত মধুর জীবনখাতার
দোষ খোঁজাতেই মশগুল;
জানি না কোন আলোকচ্ছটায়
ভ্রান্ত দুচোখ বাধা
দূর পাড়ের সেই গোমড়া-মুখো
চোখের মাঝে আধা;
আমি যে হায় কোন ঘোরেতে
কোন আড়ালে আছি
কান্না-বিধুর আপন ভাষা
বেজায় অপটু সাজি;
আসব আমি যেই দিনেতে
দূরের এপাড় ছেড়ে
মুছব ক্রন্দন আপন হয়ে
আপনার হাসি দিয়ে।