কবিতা দুঃখ ঘুচিবার কালে November 5, 2017 Kaushik Ahmed জীবন, দুঃখ, সুখ দুঃখ ঘুচিবার কালে নাবিলা দিয়া আহা! কোন সুখেতে মত্ত আমি দুঃখ ভুলিয়া আপন যে মোর দুঃখ মুছে হাসির ছলনা ; আমি থাকি এই পাড়েতে সকল থেকে দূরে অহেতুক নামক কর্মে কাঁদি ভ্রান্ত দুঃখে পুড়ে; ঐ পাড়েতে সুখ ভাবিয়া এই পাড়েতে আফসোস কত মধুর জীবনখাতার দোষ খোঁজাতেই মশগুল; জানি না কোন আলোকচ্ছটায় ভ্রান্ত দুচোখ বাধা দূর পাড়ের সেই গোমড়া-মুখো চোখের মাঝে আধা; আমি যে হায় কোন ঘোরেতে কোন আড়ালে আছি কান্না-বিধুর আপন ভাষা বেজায় অপটু সাজি; আসব আমি যেই দিনেতে দূরের এপাড় ছেড়ে মুছব ক্রন্দন আপন হয়ে আপনার হাসি দিয়ে। Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window) Related