দাবায় মুকুট ধরে রাখলেন ফাহাদ ও নোশিন

কিশোর বাংলা প্রতিবেদন: জাতীয় জুনিয়র দাবার অনূর্ধ্ব-২০ বিভাগে মুকুট ধরে রেখেছেন ফাহাদ। মেয়েদের বিভাগেও শিরোপা ধরে রেখেছেন নোশিন আঞ্জুম।
বাংলাদেশ দাবা ফেডারেশন শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন ফাহাদ। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতায় সেরা হওয়া ফাহাদ অষ্টম ও শেষ রাউন্ডে সুব্রত বিশ্বাসের সঙ্গে ড্র করেন।
শেষ রাউন্ডে আহমেদ ওয়ালিজাকে হারানো নোশিন আঞ্জুম ৮ ম্যাচে সাড়ে ৭ পেয়ে পয়েন্ট নিয়ে মেয়েদের বিভাগে মুকুট ধরে রেখেছেন।
এবারের প্রতিযোগিতায় ২৬ জেলার ৬২ জন খেলোয়াড় উন্মুক্ত বিভাগে এবং ৩৮ জন খেলোয়াড় বালিকা বিভাগে অংশ নেন।