থাইল্যান্ডকে রুখে দিলো কিশোর ফুটবলাররা

কিশোর বাংলা প্রতিবেদন: উয়েফা আয়োজিত যুব ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।

বুধবার (১২ ডিসেম্বর) থাইল্যান্ডের বুরিরামে অনুষ্ঠিত ম্যাচের ৩৪ মিনিটে জোরালো হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মো. আশিকুর রহমান। ১০ মিনিট পরেই কর্নার কিক থেকে বল পেয়ে থাইল্যান্ডকে সমতায় ফেরান চান্নাপাত বাউফাল। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে সাইপ্রাসের কাছে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশের কিশোররা।

ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন্সের (উয়েফা) এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে ১৪ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে মোস্তফা আনোয়ার পাভেজের দল। তিন ম্যাচ শেষে পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ।