তোর ফাঁসিতে ফুটুক এবার হাসি

তোর ফাঁসিতে ফুটুক এবার হাসি
(প্রিয় নেত্রীকে উৎসর্গ করে)
মিয়া মসনফ
ইজ্জত নিলি আমার বোনের গুম করেছিস ভাই
কতজনকে খুন করেছিস তার তো হিসাব নাই।
পাক সেনাদের পক্ষ নিয়ে কু-কীর্তি তোর জানা
দীর্ঘ সময় তোর অপরাধ বলাই ছিল মানা।
তোর বিচার এই দেশে কারা করতে সাহস রাখে?
বীর জনতা সাহস দিলো নেত্রী হাসিনাকে।
স্বচ্ছ বিচার প্রক্রিয়াতে তোদের হলো ফাঁসি
হে বাংলা মা কান্না আর নয় ফুটুক এবার হাসি।