কিশোরবাংলাপ্রতিবেদন: আন্তর্জাতিক নারী দিবসে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে ‘উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াড’।
উইমেন্স ম্যাথমেটিকস অলিম্পিয়াড কমিটি এবং স্যার এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ১৭৯ জন শিক্ষার্থী এতে অংশ নেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সকাল ১০টায় এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন। বিকাল ৩টায় গণিত বিষয়ে উপস্থাপনা, বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের সনদ, ক্রেস্ট ও পুরস্কারের অর্থ দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধিকারকর্মী সুলতানা কামাল।