ঢাকায় লেগুনা চালাচ্ছে শিশুরা

কিশোর বাংলা প্রতিবেদন: বাংলাদেশে শিশুশ্রম নিষিদ্ধ হলেও সড়ক পরিবহনে এর ব্যবহার বৃদ্ধির প্রবণতাকে উদ্বেগজনক বলে বর্ননা করছেন বিশ্লেষকরা। রাজধানী ঢাকাতেই শিশুরা বাসের হেলপার হিসেবে কাজ করছে এবং এমনকি অনেক শিশু লেগুনা র মতো ছোট বাহন চালাচ্ছে, যা এই শিশুদের পাশাপাশি যাত্রীদেরও ঝুঁকির কারণ হতে পারে।
ঢাকার ফার্মগেট এলাকায় নগরীর ভিতরের সব রুটের যাত্রীবাহী বাস থামে। ১৫জনের মতো যাত্রী বহনকারি লেগুনা এবং টেম্পুও ফর্মগেট থেকে নগরীর বিভিন্ন রুটে চলাচল করে।
এই বাহনগুলোর হেলপার হিসেবে মূলত শিশুদেরকেই কাজ করতে দেখা যায়।অনেক লেগুনায় শিশুরাই স্টিয়ারিং হাতে চালকের চালকের আসনে বসেছে।
বিশ্লেষকরা বলছেন, বিদেশি ক্রেতাদের চাপের কারনে গার্মেন্টসসহ রপ্তানি খাতের কারখানাগুলোতে শিশুশ্রম ব্যবহার বন্ধ হয়েছে।কিন্তু পরিবহন খাতে কোন নজরদারি না থাকায় সেখানে অল্প পারিশ্রমিকে শিশুদের ব্যবহার বাড়ছে।