ড্রাইভিং লাইসেন্স চেক করছে শিশু শিক্ষার্থীরা!

কিশোর বাংলা প্রতিবেদন: বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদের ঘটনায় তৃতীয় দিনের মতো আজও বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সড়ক অবরোধের সঙ্গে যোগ হয়েছে শিশু শিক্ষার্থীদের সড়ক পথে বাস ড্রাইভারদের লাইসেন্স চেকের দৃশ্য।
ফলে ঢাকার রাজপথে কিশোর শিক্ষার্থীরা গণপরিবহন থামিয়ে ড্রাইভারদের লাইসেন্স চেক করার যে দুঃসাহসী কাজটি করল, তাতে বরং রাষ্ট্রযন্ত্রেরই লজ্জিত হওয়ার কথা।
কারণ এই কাজটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের নয়, বরং করার কথা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। দেশের কোনো প্রতিষ্ঠান যে ঠিকভাবে কাজ করে না, তা এই খুদে শিক্ষার্থীরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।