টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শ্রদ্ধা জ্ঞাপন
কিশোর বাংলা প্রতিবেদনঃ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ১৫ আগষ্ট উদযাপন উপলক্ষে গত ৪ আগষ্ট টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও প্রধান পৃষ্ঠপোষক মীর মোশারেফ হোসেন পকবীরসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, টুঙ্গিপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সংগঠনের শিশু কিশোররা।
পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকরা সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। তারই প্রেক্ষিতে এ কালো দিবস ও জাতীয় শোক দিবস ১৫ই আগস্ট স্মরণে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দুই শতাধিক শিশু-কিশোরসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শোক প্রকাশ করেন।
এরপর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শিশুরা একটি মৌন মিছিল বের করে। এ মিছিলের সাথে একত্মতা প্রকাশ করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ও টুঙ্গিপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে উপস্থিত শতাধিক শিশু-কিশোরদেরকে সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করার শপথ গ্রহণ করান সংগঠনের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন মিডিয়া উপদেষ্টা এবং ডেইলী অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। এ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক এবং ‘কিশোর বাংলা’ সম্পাদক মীর মোশাররেফ হোসেন পাকবীর, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মিয়া মনসফ, সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ, গোপালগঞ্জ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি নূর-ই-আলম গাজী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল চৌধুরী প্রমুখ।
পরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ও টুঙ্গিপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের গোপালগঞ্জ জেলা শাখা কার্যালয়ের উদ্বোধন করেন ইকবাল সোবহান চৌধুরী।
শিশু কিশোর মেলা গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সদ্য উদ্বোধিত অফিসে উপস্থিত শতাধিক শিশু-কিশোরদের মাঝে দেশের সর্বাধিক জনপ্রিয় শিশু-কিশোর ম্যাগাজিন ‘কিশোর বাংলা’র কপি হাতে তুলে দেন ডেইলি অভজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, কিশোর বাংলার সম্পাদক মীর মোশাররেফ হোসেন পাকবীর ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল।