ঝিনাইদহে ঠান্ডাজনিত রোগে শতাধিক শিশু হাসপাতালে

কিশোর বাংলা প্রতিবেদন: জেলায় শীত না আসতেই ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। শীত এখনো জেঁকে না বসলেও গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে ৭৫ শিশু ভর্তি হয়েছে।
চিকিৎসকরা জানান, গত তিন দিনে হাসপাতালের বহির্বিভাগে ছয় শতাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে বেড সংকটের কারণে বারান্দায় থাকতে হচ্ছে রোগীদের। আর রোগীর বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা।
এ অবস্থায় আবহাওয়ার পরিবর্তনের কথা মাথায় রেখে শিশুদের শীতজনিত রোগ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শিশুদের মা জানান, ঠান্ডা, কাশি ও জ্বর এক সঙ্গে হয়েছে। ডাক্তার বলেছে, নিউমোনিয়া হয়েছে। হাসপাতালের নার্স জানান, সিট সংখ্যা অনুযায়ী এখানে রোগী সংখ্যার অতিরিক্ত বেশি। যে কারণে আমাদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আইয়ুব আলী বলেন, উপজেলায় লেভেলে আমরা যদি ভ্রাম্যমাণ হেলথ এডুকেশনটা দিতে পারি বাচ্চাদেরকে। যাতে ঠান্ডা না লাগে। এসব দিক থেকে সুরক্ষিত করতে পারি, তাহলে হয়তো রোগী সংখ্যা কমবে।