ঝালকাঠিতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা স্কুল ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে
কিশোর বাংলা প্রতিবেদন: ঝালকাঠিতে বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ের জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে। শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজন এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোমবার দিনব্যাপী জেলার চারটি উপজেলার ছেলে ও মেয়েদের মধ্যে বিজয়ী আটটি দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে ছেলেদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলার রূপসীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নলছিটি উপজেলার পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
মেয়েদের মধ্যে কাঠালিয়া উপজেলার পূর্ব মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝালকাঠি সদরের মিলন মন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
টুর্নামেন্ট শেষে সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইয়েদুজ্জামানের সভাপতিত্বে ঝালকাঠি জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।