ঝালকাঠিতে জেলা পর্যায়ে কিশোর-কিশোরী সম্মেলন

কিশোর বাংলা প্রতিবেদন: ‘ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে’ কিশোর কিশোরীদের ক্ষমতায়ন শীর্ষক কর্মসূচির আওতায় ঝালকাঠিতে জেলা পর্যায়ে কিশোর-কিশেরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সম্মেলন উপলক্ষে সকালে প্রথমে জেলা শহরে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে র‌্যালীটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো. হামিদুল হক অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। সম্মেলনকে ঘিরে দিনব্যাপী কিশোর-কিশোরীদের আলোচনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মালা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরনের আয়োজন করা হয়। জেলার ৩০টি ৩২ জন করে মোট ক্লাবের ৯৬০ কিশোর-কিশোরী সম্মেলনে অংশ নেয়। এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক  নেতৃবৃন্দ, এনজিও কর্মিসহ  বিভিন্ন শ্রেণি পেশার মানুষও অংশ নেয়।
এসময় কিশোর-কিশোরীদের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, মাদককে সম্পূর্ন পরিহার করতে হবে। আমাদের দেশের তরুণ সমাজকে ধ্বংশ করার জন্য মাদক ঢুকিয়ে দেয়া হচ্ছে। আর এ জন্যই মাদকের ব্যপারে সরকার জিরো টলারেন্স বলে মন্তব্য করেন মন্ত্রী।