‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেলো বরিশালের দুই সংগঠন

কিশোর বাংলা প্রতিবেদন: ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস ও ঘুড়ি ফাউন্ডেশন নামে বরিশালের দু’টি সংগঠন ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেয়েছে।

ঢাকার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ইয়াং বাংলা আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তারা এ পুরস্কার পান।

তারুণ্যনির্ভর শ্রেষ্ঠ ৩০টি সংগঠনের মধ্যে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ উন্নয়ন ক্যাটাগরিতে ইয়ুথ নেটের প্রতিনিধি শাকিলা ইসলাম ও সাংস্কৃতিক কার্যক্রম ক্যাটাগরিতে মুহাম্মাদ আল রাকিবের হাতে এ পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

পুরস্কার পেয়ে ইযুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান সমন্বয়ক শাকিলা ইসলাম বলেন, ১২০০ সদস্য নিয়ে এখন পর্যন্ত আমরা উপকূলীয় অঞ্চলের ৫০ হাজার মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছি। সামনে আরও বড় পরিসরে এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।