জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড সেরা ৫০ এর নাম ঘোষণা

কিশোর বাংলা প্রতিবেদন: দেশ ও সমাজের জন্য কাজের স্বীকৃতি হিসেবে এবার ৫০ জন তরুণ ও তাদের প্রতিষ্ঠানকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে যাদের নাম ঘোষনা করা হয়েছে গতকাল ।
আগামী ২১ অক্টোবর সাভারে শেখ হাসিনা ন্যাশনাল ইয়ুথ সেন্টারে তরুণদের হাতে এ পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ উপলক্ষে ২০-২১ অক্টোবর দুই দিন ব্যাপী জমকালো ‍অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ইয়ং বাংলা।
রোববার রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর রিচার্স অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও ইয়ং বাংলা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিআরআই ট্রাস্টি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বিপু জানান, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড কোন রাজনৈতিক বিষয় নয় বলে জানিয়ে তিনি বলেন, এখানে তরুণদের নিজ সমাজে অবদানের জন্য পুরস্কৃত করা হচ্ছে, যেন তাদের দেখে অন্যান্য তরুণেরা সমাজ গঠনের কাজে অনুপ্রেরণা পায়।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ও ইয়ং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক বলেন, আমরা ১৩০০ আবেদন পাওয়ার পর তার থেকে ১০০ জনকে বাছাই করেছি এবং মাঠ পর্যায়ে গিয়ে তাদের কার্যক্রম দেখে এসেছি।
এভাবেই ৫০ জনকে বাছাই করা হয়েছে। আগামী ২০ ও ২১ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে এই বাছাইকৃত ৫০ জনের মধ্য থেকে ৩০ জনের হাতে পুরস্কার তুলে দেবেন সজীব ওয়াজেদ জয়।
এই ৫০ জনের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি অবদান রাখার স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন ১০০ জন তরুণ। তাদের নিজের প্রতিষ্ঠানগুলো নিয়ে অনুষ্ঠানে কথা বলারও সুযোগ পাবেন তারা। এরপর ২১ অক্টোবর বাছাইকৃত ৫০ জন তরুণ ও তাদের প্রতিষ্ঠানকে প্রদান করা হবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।
সেখানে উপস্থিত থাকবেন দেশের স্বনামধন্য ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। নিজ হাতে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।