জয়পুরহাটে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

কিশোর বাংলা প্রতিবেদন: জয়পুরহাটের কালাই উপজেলার সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান। যেকোনো মুহূর্তে ভবনের দেয়াল ধসে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, বিকল্প কোনো উপায় না থাকায় ওই বিদ্যালয়ে ২৬০ শিক্ষার্থীকে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করানো হচ্ছে।
প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, তারাও সব সময় ভবন ধসের আতঙ্কেই থাকেন। তারপরও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ এ ভবনে বাধ্য হয়েই শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইতিয়ারা পারভীন জানান, ঝুঁকিপূর্ণ ওই বিদ্যালয়ের বিষয়টি উপজেলা শিক্ষা কমিটির সভায় বারবার উপস্থাপন করাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও লিখিতভাবে জানানো হয়েছে। এদিকে সংশ্লিষ্ট প্রধান শিক্ষককেও ওই ভবনে ক্লাস নিতে বারণ করা হয়েছে। আদেশ উপেক্ষা করে ওই ভবনে ক্লাস নেওয়ার জন্য জানমালের কোনো ক্ষতি হলে সে দায়ভার প্রধান শিক্ষককেই নিতে হবে।