কিশোরবাংলাপ্রতিবেদন: তৃণমূল পর্যায় হতে প্রতিশ্রুতিশীল কিশোর কিশোরীদের অন্বেষণ এবং তাদের প্রতিভাকে স্বীকৃতি দানের মাধ্যমে আগামী দিনের সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ার লক্ষ্যে জয়পুরহাটে কিশোর কিশোরী সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাসক ফাউন্ডেশন’ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কিশোর কিশোরী সম্মেলনের আয়োজন করেন।
প্রথমে স্কুল পর্যায়ে তারপর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে ৬০জন বাছাই করা হয়। এরপর জেলা পর্যায়ে বাছাই শেষে ১০ জন কিশোর কিশোরী জাতীয় পর্যায়ে অনষ্ঠিতব্য কিশোর কিশোরী সম্মেলনে যোগদানের সুযোগ লাভ করবে।
কিশোর কিশোরীদের যোগ্যতা যাচাইয়ে প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল প্রবন্ধ, সৃজনশীল লেখা, মাতৃকা, ইতিহাস, বিজ্ঞান, উদ্ভাবন, সামাজিক অবক্ষয় রোধে করনীয়, দেশ ও আন্তর্জাতিক বিষয়সহ বুদ্ধিমত্তা, দলগত পরিবেশনা, শুদ্ধাচার, নৈতিকতা, মূল্যবোধ, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও সময়ানুবর্তিতা।