কিশোরবাংলাপ্রতিবেদন: ঈদ উপলক্ষে জয়পুরহাটের একমাত্র বেসকারিভাবে গড়ে ওঠা বিনোদন কেন্দ্র শিশু উদ্যান এখন দর্শনার্থীদের পদভারে মুখরিত। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে শিশুসহ নানা বয়সের নারী-পুরুষ এসেছেন একটু ভিন্ন মাত্রার ঈদ আনন্দ উপভোগের জন্য।
উদ্যানটিতে শিশুদের মনোহারি খেলনা ও বিনোদনের মাধ্যমে শিশুদের বহুমুখী শিক্ষার লক্ষে বর্ণমালা পরিচয় ছাড়াও জীব বৈচিত্র্যসহ সমাজ বিজ্ঞানের নানা খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়েছে নিখুঁত ভাবে।
পাশাপাশি সাহিত্যের জ্ঞান ভাণ্ডার বাড়াতে কবি সাহিত্যিক আর প্রাচীন সামাজ ব্যবস্থার সমাহারে শিশু উদ্যানটি যেনো এক পাঠমালা। ঈদের আনন্দ উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন শিশুসহ নানা বয়সী মানুষ।
শিশু উদ্যান নাম হলেও সব বয়সীদের কাছেই তা সমান বিনোদন কেন্দ্র হওয়ায় প্রকৃতির নির্মল নির্যাস নিতে ঈদে দূর-দুরান্ত থেকে সব শ্রেণী-পেশার মানুষ এখানে আসেন।