কবিতা জীবন – প্রকৃতির বদল October 31, 2017October 30, 2017 Kaushik Ahmed জীবন, প্রকৃতি, বদল জীবন – প্রকৃতির বদল নাবিলা দিয়া এইতো সেদিনকার কথা , ঝড়ো হাওয়া ছিল বৃষ্টি নামক কান্না ছিল হাসির ছলনায় রোদ্দুর ছিল আর আজ , আজ এক শীতল অনুভূতি প্রকৃতির এক অস্ফুট বদল আজ রোদ এতটা হাসেনি বৃষ্টির কান্নাও ঝরেনি কনকনে এক জড়তা আড়ালে আবডালে কুয়াশা । এভাবে বদলায় , সময়ে সময়ে অন্যরুপ দেখায় কখনো মন ভুলায় কখনো মন কাঁদায় আজকের এই অস্ফুটতা আবছা এই আকুলতা হয়তো কাম্য হয়তোবা অবহেলিত তবুওতো পরিবর্তিত তবুওতো আমাকে নিয়ে জড়িত । প্রকৃতি বদলায় গ্রীষ্ম বর্ষার শেষে শীতের এই আবির্ভাবে হয়তো উদাস করে হয়তো ভাবিয়ে তোলে তবুওতো ভালো লাগে এক অদ্ভুত শিহরণ তোলে জীবন এভাবেই বদলায় নানান আঙ্গিকে এভাবেই বর্তায় । Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window) Related