জীবন নিয়ে ভাবনা

জীবন নিয়ে ভাবনা
নাবিলা দিয়া

সময়ের গহীন থেকে
কিছু সময় নিব
জীবনের মহিমা কি
তা একটু করে বুঝব,
সময় সেতো চলমান
জীবন তার আবর্তে বহমান
সংখ্যা-গুণিতক ,নানান গণনা
জীবনের সমীকরণ এতো কি সোজা?

সময় সময়ে নতুন আঙ্গিকে
নতুন ভাবনার নতুন উদয়ে
কখনো স্বপ্নীল ,কখনো বাস্তব
জীবন-সময় উথালপাথাল ,
আমি অনেক করে বুঝব বলে
সময়ের কাছ থেকে
একটু সময় নিয়ে
বিচিত্র ডালা সাজিয়েছি।

জীবন সম্ভার নিয়ে ভাবছি ,
জীবন ছন্দময় ,জীবন গদ্যময়
কখনো গীতিকারের গীত
কখনো রচয়িতার রচনা
কত কি ভাবনার বার্তা
কত কি কাহিনী- কল্পনা ,
এভাবে নানান উপসংহার
এভাবে নানান বিশেষণ
জীবন সংজ্ঞায় বিফল ।

জীবন ব্যাখ্যাতীত
সময়ের ধারাবাহিকতায় বিলীন
কখনো ভাবনা বা তার রচনায়
কখনো ব্যাখ্যা বা তার বিশ্লেষণে
জীবন বর্তায় না
জীবনকে জীবনের মতো করে বোঝা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *