জার্মান যাজকদের নির্যাতনের শিকার হাজার হাজার শিশু

কিশোর বাংলা প্রতিবেদন: জার্মানিতে প্রায় ৭০ বছরে তিন হাজার ছয়শরও বেশি শিশু রোমান ক্যাথলিক গির্জার যাজকদের নির্যাতনের শিকার হয়েছে বলে ফাঁস হওয়া এক প্রতিবেদনে জানা গেছে।
গির্জার অনুসন্ধানেই ১৯৪৬ থেকে ২০১৪ পর্যন্ত হওয়া এসব নির্যাতনের তথ্য উঠে এসেছে। বিশ্বজুড়ে যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের মধ্যেই জার্মানির যাজকদের যৌন নির্যাতনের এসব তথ্য সামনে এল। 
ওই অনুসন্ধান প্রতিবেদনটি আগামী ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি। ।
জার্মান সংবাদমাধ্যম স্পিগেল জানায়, ফাঁস হওয়া প্রতিবেদনটি থেকে জার্মানির ১,৬৭০ জন পাদ্রি ৩,৬৭৭ জন নাবালকের ওপর বিভিন্ন ধরনের যৌন নির্যাতন করেছেন বলে জানা গেছে।