কিশোরবাংলাপ্রতিবেদন: প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটের ঢাকা মেট্রো অঞ্চলের খেলা শুরু হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক মাঠে এ টুর্নামেন্ট শুরু হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিসিবি আয়োজিত এই স্কুল ক্রিকেট টুর্নামেন্টের টাইটেল স্পন্সর প্রাইম ব্যাক। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রো অঞ্চলে ‘প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্টে’ ৩২টি স্কুল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ এহসান হাবীব। অন্যদের মধ্যে প্রাইম ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান, মার্কেটিং ডিভিশনের প্রধান নূর হোসেন জাকারিয়া এবং ক্রিকেট বোর্ডের ম্যানেজার (গেম ডেভলপমেন্ট) আবু ঈমাম মো. কাউছার উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংক জানিয়েছে, এবার দেশব্যাপী মোট ৫৫৪টি স্কুল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ছয় বছর টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে তারা।