কিশোরবাংলাপ্রতিবেদন: দেশহারা মানুষের সংগ্রামে কবিতা- স্লোগানে বাংলাদেশসহ নয়টি দেশের কবিদের মানবিক-মর্মন্তুদ সেই কবিতা নিয়ে ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব।
এবারের আসরটি কবিতা উৎসবের ৩২তম আসর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসন্ন জাতীয় কবিতা উৎসব নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ।
কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।
তিনি জানান, এবারের কবিতা উৎসবে সুইডেন থেকে কবি আরনে জনসন, ক্রিস্টিয়ান কার্লসন, ভিভেকা জোরেন, ইংল্যান্ড থেকে এগনেস মেডাওস, ক্যামেরুনের কবি জয়সে আওসাতাতাং, মিশরের কবি ইব্রাহীম এলমাসরি, মেক্সিকোর ইউরি জামব্রানো, জাপানের টেন্ডু তেইজিন, তাইওয়ানের মিয়াও-ওয়াইতুম, কলম্বিয়ার মারিও মেথর অংশ নেবেন।
এছাড়া ভারত থেকে বিভিন্ন ভাষার কবিরা অংশ নেবেন।
সবমিলিয়ে ৩০০ কবি এবারের উৎসবে কবিতা পাঠ করবেন। কবিতা পাঠ ছাড়াও কবিতা নিয়ে বিভিন্ন সেশনেও অংশ নেবেন তারা। এ বছর কবিতা উৎসবের থিম সং লিখেছেন কবি মহাদেব সাহা।
কবি তারিক সুজাত জানান, এবারের কবিতা উৎসবে মূল প্রতিপাদ্য হয়ে দাঁড়াবে মিয়ানমারের জাতিগত সন্ত্রাসের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী।