জাগুয়ারের সঙ্গে খেলা করে সময় কেটেছে এই কিশোরের
কিশোর বাংলা প্রতিবেদন: ব্রাজিলের ১২ বছরের কিশোর টিয়াগো সিলভিয়েরা। ওই কিশোরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে এক জোড়া জাগুয়ারের সঙ্গে ওই কিশোর এক হ্রদের মধ্যে। যেখানে একটি জাগুয়ার তার গলা জড়িয়ে ধরে আছে।
কিন্তু অনেকেরই সন্দেহ ছবিটি ভুয়া নয় তো? কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় যে ছবিগুলো ভুয়া নয়। টিয়াগো প্রায়ই এ ধরনের ছবি তুলে থাকে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
টিয়াগো অনেক ছোটবেলা থেকেই জাগুয়ারদের সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছে। ওদের সঙ্গেই বেশির ভাগ সময় কাটায় সে।
প্রতিবেদনে বলা হয়েছে, টিয়াগোর বাবা লিয়ান্দ্রো সিলভিয়েরা আর মা আনা জাকামো দুজনেই ব্রাজিলের জাগুয়ার ইনস্টিটিউটে কাজ করেন। তারা দুজনই বিজ্ঞানী। ওই দম্পতির লক্ষ্য বাঘ, চিতাবাঘ ও জাগুয়ার জাতীয় বন্যপ্রাণী নিয়ে গবেষণা করা ও তাদের সংরক্ষণ করা।