জলবায়ু পরিবর্তন রোধে অস্ট্রেলিয়ায় স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ
কিশোর বাংলা প্রতিবেদন: জলবায়ু পরিবর্তন রোধে অস্ট্রেলিয়া সরকারকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে বাধ্য করতে এবার দেশটির স্কুল শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে।
তাদের দাবি, অস্ট্রেলিয়া সরকারের জলবায়ু নীতি ‘অপর্যাপ্ত’। পুরো দেশ জুড়ে শিক্ষার্থীরা স্কুলে না গিয়ে ওই বিক্ষোভকে সমর্থন দিয়েছে ।
সরকারের জলবায়ু নীতির প্রতিবাদ করতে আগে থেকেই এই কার্যক্রম ঘোষণা করে সব শিক্ষার্থীদের এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিল আয়োজকরা।
পার্লামেন্টে আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছিলেন, “আমরা চাই স্কুলগুলোতে বিক্ষোভ কম আর লেখাপড়া আরও বেশি করে হোক।”
সড়কে নেমে বিক্ষোভ করা শিক্ষার্থীদের অনেকেই বলেন, প্রধানমন্ত্রীর সমালোচনা তাদের প্রতিবাদে নামার ইচ্ছাকে আরও দৃঢ় করেছে।
সুইডেনের ১৫ বছরের কিশোরী গ্রেটা থানবার্গ তাদের এ আন্দোলন শুরুতে অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান আয়োজকরা। ১৫ বছরের গ্রেটা থানবার্গ সুইডেনেও একই আন্দোলন করছে।
২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তির সময় অস্ট্রেলিয়া ২০৩০ সালের মধ্যে তাদের কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ ২০০৫ সালের তুলনায় ২৬ থেকে ২৮ শতাংশ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল।